Créditos

ARTISTAS INTÉRPRETES
Samina Chowdhury
Samina Chowdhury
Intérprete
COMPOSICIÓN Y LETRA
Rupankar Bagchi
Rupankar Bagchi
Composición
Zulfiquer Russell
Zulfiquer Russell
Autoría

Letra

ছোট্ট জীবন, ছোট্ট এ ক্ষণ
চলো বাঁচি বেঁচে থাকার মতো
আস্থা রাখো, স্বপ্ন আঁকো
আর কারো নও, তুমি তোমার মতো
চলো বাঁচি বেঁচে থাকার মতো
ছোট্ট জীবন, ছোট্ট এ ক্ষণ
চলো বাঁচি বেঁচে থাকার মতো
আস্থা রাখো, স্বপ্ন আঁকো
আর কারো নও, তুমি তোমার মতো
চলো বাঁচি বেঁচে থাকার মতো
কিছু রোদ্দুর সকাল-দুপুর
সারাজীবন মনে রাখার মতো
আহা, বিস্ময় আনন্দময়
সারাজীবন যদি এমন হতো
চলো বাঁচি বেঁচে থাকার মতো
কিছু সন্ধ্যা মহানন্দায়
ছুটে চলা শান্ত নদীর মতো
উদাসী চাঁদ, হাত ধরে হাত
স্বপ্নেতে নয়, যদি সত্যি হতো
চলো বাঁচি বেঁচে থাকার মতো
ছোট্ট জীবন, ছোট্ট এ ক্ষণ
চলো বাঁচি বেঁচে থাকার মতো
আস্থা রাখো, স্বপ্ন আঁকো
আর কারো নও, তুমি তোমার মতো
চলো বাঁচি বেঁচে থাকার মতো
Written by: Rupankar Bagchi, Zulfiquer Russell
instagramSharePathic_arrow_out

Loading...