Video musical
Video musical
Créditos
ARTISTAS INTÉRPRETES
Kanika Banerjee
Intérprete
COMPOSICIÓN Y LETRA
Rabindranath Tagore
Autoría
Letra
আমি জেনে শুনে তবু ভুলে আছি
দিবস কাটে বৃথায় হে
জেনে শুনে তবু ভুলে আছি
আমি যেতে চাই তব পথপানে
ওহে কত বাধা পায় পায় হে
আমি যেতে চাই তব পথপানে
তোমার অমৃতপথে
যে পথে তোমার আলো জ্বলে সেই অভয়পথে
যে পথে তোমার আলো জ্বলে সেই অভয়পথে
আমি যেতে চাই তব পথপানে
ওহে কত বাধা পায় পায় হে
কত বাধা পায় পায় হে
জেনে শুনে তবু ভুলে আছি
চারি দিকে হেরো ঘিরেছে কারা
শত বাঁধনে জড়ায় হে
আমি ছাড়াতে চাহি, ছাড়ে না কেন গো
ডুবায়ে রাখে মায়ায় হে
আমি ছাড়াতে চাহি, ছাড়ে না কেন গো
তারা বাঁধিয়া রাখে
তোমার বাহুর বাঁধন হতে তারা বাঁধিয়া রাখে
তোমার বাহুর বাঁধন হতে তারা বাঁধিয়া রাখে
আমি ছাড়াতে চাহি, ছাড়ে না কেন গো
ডুবায়ে রাখে মায়ায় হে
ডুবায়ে রাখে মায়ায় হে
জেনে শুনে তবু ভুলে আছি
দাও ভেঙে দাও এ ভবের সুখ
কাজ নেই এ খেলায় হে
আমি ভুলে থাকি যত অবোধের মতো
বেলা বহে তত যায় হে
আমি ভুলে থাকি যত অবোধের মতো
আমি ভুলে যে থাকি
দিন যে মিলায়, খেলা যে ফুরায়, ভুলে যে থাকি
দিন যে মিলায়, খেলা যে ফুরায়, ভুলে যে থাকি
আমি ভুলে থাকি যত অবোধের মতো
বেলা বহে তত যায় হে
বেলা বহে তত যায় হে
জেনে শুনে তবু ভুলে আছি
হানো তব বাজ হৃদয়গহনে
দুখানল জ্বালো তায় হে
তুমি নয়নের জলে ভাসায়ে আমারে
সে জল দাও মুছায়ে হে
তুমি নয়নের জলে ভাসায়ে আমারে
আমার নয়নজলে
তোমার হাতের বেদনা দেওয়া নয়নজলে
তোমার হাতের বেদনা দেওয়া নয়নজলে
প্রাণের সকল কলঙ্ক ধোওয়া নয়নজলে
নয়নজলে
তুমি নয়নের জলে ভাসায়ে আমারে
সে জল দাও মুছায়ে হে
সে জল দাও মুছায়ে হে
জেনে শুনে তবু ভুলে আছি
শূন্য করে দাও হৃদয় আমার
আসন পাতো সেথায় হে
ওহে তুমি এসো এসো, নাথ হয়ে বোসো
ভুলো না আর আমায় হে
ওহে তুমি এসো এসো, নাথ হয়ে বোসো
আমার শূন্য প্রাণে
চির আনন্দে ভরে থাকো আমার শূন্য প্রাণে
চির আনন্দে ভরে থাকো আমার শূন্য প্রাণে
ওহে তুমি এসো এসো, নাথ হয়ে বোসো
ভুলো না আর আমায় হে
ভুলো না আর আমায় হে
জেনে শুনে তবু ভুলে আছি
Written by: Rabindranath Tagore


