Créditos

ARTISTAS INTÉRPRETES
Aarti Mukherji
Aarti Mukherji
Intérprete
COMPOSICIÓN Y LETRA
Neeta Den
Neeta Den
Composición
Gauri Prasanna Mazumder
Gauri Prasanna Mazumder
Autoría

Letra

কী ভুল আমি করলাম
ভালোবাসার মিথ্যে গর্বে মরলাম
কী ভুল আমি করলাম
ভালোবাসার মিথ্যে গর্বে মরলাম
কাঞ্চনজঙ্ঘা রে
তুই আমার মতো রঙের দেমাগ করিস না
স্বপ্ন দিয়ে রঙমহল আর গড়িস না
তাহলে মরবি আমার মতো
মরবি আমার মতো
বেদনার সুর এ তো, গান না
বেদনার সুর এ তো, গান না
পাথরের বুকে আমি ঝরনার কান্না
কাঞ্চনজঙ্ঘা রে
তুই আমার মতো কষ্ট পেয়ে মরিস না
স্বপ্ন দিয়ে রঙমহল আর গড়িস না
তাহলে মরবি আমার মতো
মরবি আমার মতো
আমি যেন ঝরে যাওয়া ফুল এক
আমি যেন ঝরে যাওয়া ফুল এক
আমার এই ভালোবাসা সুন্দর ভুল এক
কাঞ্চনজঙ্ঘা রে
সে ভুলের ফাঁদে তুই পড়িস না
স্বপ্ন দিয়ে রঙমহল আর গড়িস না
তাহলে মরবি আমার মতো
মরবি আমার মতো
কী ভুল আমি করলাম
ভালোবাসার মিথ্যে গর্বে মরলাম
কাঞ্চনজঙ্ঘা রে
Written by: Gauri Prasanna Mazumder, Neeta Den
instagramSharePathic_arrow_out

Loading...