Video musical
Video musical
Créditos
ARTISTAS INTÉRPRETES
Jayati Chakraborty
Intérprete
COMPOSICIÓN Y LETRA
Rabindranath Tagore
Autoría
Letra
আজি এ আনন্দসন্ধ্যা
সুন্দর বিকাশে, আহা
আজি এ আনন্দসন্ধ্যা
সুন্দর বিকাশে, আহা
আজি এ আনন্দসন্ধ্যা
মন্দ পবনে আজি ভাসে
মন্দ পবনে আজি ভাসে আকাশে
বিধুর ব্যাকুল মধুমাধুরী, আহা
আজি এ আনন্দসন্ধ্যা
স্তব্ধ গগনে গ্রহতারা নীরবে
কিরণসঙ্গীতে সুধা বরষে, আহা
স্তব্ধ গগনে গ্রহতারা নীরবে
কিরণসঙ্গীতে সুধা বরষে, আহা
প্রাণ মন মম ধীরে ধীরে
প্রাণ মন মম ধীরে ধীরে
প্রসাদরসে আসে ভরি
দেহ পুলকিত উদার হরষে, আহা
আজি এ আনন্দসন্ধ্যা
সুন্দর বিকাশে, আহা
আজি এ আনন্দসন্ধ্যা
Written by: Rabindranath Tagore