Créditos
ARTISTAS INTÉRPRETES
Sailen Mukherjee
Intérprete
COMPOSICIÓN Y LETRA
Bhaskar Basu
Autoría
Letra
নগরে বন্দরে নিথয় প্রান্তরে
দূর বনান্তরে ঘুরেছি প্রান্তরে
নগরে বন্দরে নিথয় প্রান্তরে
দূর বনান্তরে ঘুরেছি প্রান্তরে
খুঁজেছি একটি মুখ মুখর মিছিলে
তাহারি সন্ধানে আকাশের নীলে
তারই উদ্দেশ্যে চরণ প্রান্তরে
মরেছি মরণে নীতল সাগরে
তবুও পারিনি রাঙাতে তাহারে পরশ পাথরে
নগরে বন্দরে নিথয় প্রান্তরে
দূর বনান্তরে ঘুরেছি প্রান্তরে
তারি লাগি জেগে থাকি দুলিতে একা
জীবনে মরণে মিলেনি দেখা
তারি লাগি জেগে থাকি দুলিতে একা
জীবনে মরণে মিলেনি দেখা
চেয়েছি একটি মুখ ভরানো মমতায়
ফিরেছি রাজপথে কখন জনতায়
সূর্য মোর সাথে ডুবেছে অতলে
চলেছি একাকী ফাগুন বাদলে
খুজেছি স্বপনে ডুবেছি পাথারে ভেসেছি দুয়ারে
নগরে বন্দরে নিথয় প্রান্তরে
দূর বনান্তরে ঘুরেছি প্রান্তরে
নগরে বন্দরে নিথই প্রান্তরে
দূর বনান্তরে ঘুরেছি প্রান্তরে
Written by: Bhaskar Basu, Sailen Mukhopadhyay