Créditos

ARTISTAS INTÉRPRETES
Rezwana Choudhury Bannya
Rezwana Choudhury Bannya
Intérprete
COMPOSICIÓN Y LETRA
Rabindranath Tagore
Rabindranath Tagore
Autoría

Letra

মেঘ কেটে গেছে সকালবেলায়
এসো, এসো, এসো তোমার হাসিমুখে
এসো আমার অলস দিনের খেলায়
মেঘ কেটে গেছে সকালবেলায়
স্বপ্ন যত জমেছিল আশা-নিরাশায়
স্বপ্ন যত জমেছিল আশা-নিরাশায়
তরুণ প্রাণের বিফল ভালোবাসায়
দিব অকূল-পানে ভাসায়ে ভাঁটার গাঙের ভেলায়
আজি মেঘ কেটে গেছে সকালবেলায়
দুঃখসুখের বাঁধন তারে গ্রন্থি দিব খুলে
আজি ক্ষণেক-তরে মোরা রব আপন ভুলে
দুঃখসুখের বাঁধন তারে গ্রন্থি দিব খুলে
আজি ক্ষণেক-তরে মোরা রব আপন ভুলে
যে গান হয় নি গাওয়া
যে দান হয় নি পাওয়া
যে গান হয় নি গাওয়া
যে দান হয় নি পাওয়া
আজি পূরব-হাওয়ায়
তারি পরিতাপ উড়াব অবহেলায়
মেঘ কেটে গেছে সকালবেলায়
এসো, এসো, এসো তোমার হাসিমুখে
এসো আমার অলস দিনের খেলায়
মেঘ কেটে গেছে সকালবেলায়
Written by: Rabindranath Tagore
instagramSharePathic_arrow_out

Loading...