Video musical
Video musical
Créditos
ARTISTAS INTÉRPRETES
Selim Chowdhury
Intérprete
COMPOSICIÓN Y LETRA
Sayed Zaman
Autoría
Letra
চোখ খুললে তোমাকে দেখি, চোখ বুজলেও একই
তাই তো আমি তোমাকে পাবার আশায় আশায় থাকি
চোখ খুললে তোমাকে দেখি, চোখ বুজলেও একই
তাই তো আমি তোমাকে পাবার আশায় আশায় থাকি
চোখ খুললে তোমাকে দেখি, চোখ বুজলেও একই
বুকের ভিতর থাকো কষ্ট-সুখে
আমার সকল আনন্দ লুটে
বুকের ভিতর থাকো কষ্ট-সুখে
আমার সকল আনন্দ লুটে
তাই তো তোমাকে হাজার নামে আমি ডাকি
তাই তো আমি তোমাকে পাবার আশায় আশায় থাকি
চোখ খুললে তোমাকে দেখি, চোখ বুজলেও একই
অনেক সাধের নাম লজ্জাবতী
রাতের আকাশ অরুন্ধতী
অনেক সাধের নাম লজ্জাবতী
রাতের আকাশ অরুন্ধতী
তাই তো তোমাকে আমার প্রেমে ঢেকে রাখি
তাই তো আমি তোমাকে পাবার আশায় আশায় থাকি
চোখ খুললে তোমাকে দেখি, চোখ বুজলেও একই
Written by: Sayed Zaman