Video musical
Video musical
Créditos
ARTISTAS INTÉRPRETES
Pijushkanti Sarkar
Intérprete
COMPOSICIÓN Y LETRA
Rabindranath Tagore
Autoría
Letra
সকরুণ বেণু বাজায়ে কে যায়, কে যায় বিদেশী নায়ে
তাহারি রাগিণী লাগিল, লাগিল গায়ে
সে সুর বাহিয়া ভেসে আসে কার সুদূর বিরহবিধুর হিয়ার
অজানা বেদনা, সাগরবেলার অধীর বায়ে
বনের ছায়ে
সকরুণ বেণু বাজায়ে কে যায়, কে যায় বিদেশী নায়ে
তাই শুনে আজি বিজন প্রবাসে হৃদয়মাঝে
শরৎশিশিরে ভিজে ভৈরবী নীরবে বাজে
ছবি মনে আনে আলোতে ও গীতে, যেন জনহীন নদীপথটিতে
কে চলেছে জলে কলস ভরিতে অলস পায়ে
বনের ছায়ে
সকরুণ বেণু বাজায়ে কে যায়, কে যায় বিদেশী নায়ে
Written by: Rabindranath Tagore