Video musical

Video musical

Créditos

Letra

যদি কুমড়োপটাশ নাচে
খবরদার এসো না কেউ আস্তাবলের কাছে
চাইবে নাকো ডাইনে বাঁয়ে চাইবে নাকো পাছে
চার পা তুলে থাকবে ঝুলে হট্টমুলার গাছে
যদি কুমড়োপটাশ কাঁদে
খবরদার! খবরদার! বসবে না কেউ ছাদে
উপুড় হয়ে মাচায় শুয়ে লেপ কম্বল কাঁধে
বেহাগ সুরে গাইবে খালি "রাধে কৃষ্ণ রাধে"
যদি কুমড়োপটাশ হাসে
থাকবে খাড়া একটি ঠ্যাঙে রান্নাঘরের পাশে
ঝাপসা গলায় ফার্সি কবে নিশ্বাসে ফিসফাসে
তিনটি বেলা উপোস করে থাকবে শুয়ে ঘাসে
যদি কুমড়োপটাশ ছোটে
সবাই যেন তড়বড়িয়ে জানলা বেয়ে ওঠে
হুঁকোর জলে আলতা গুলে লাগায় গালে ঠোঁটে
ভুলেও যেন আকাশ পানে তাকায় না কেউ মোটে
যদি কুমড়োপটাশ ডাকে
সবাই যেন শামলা এঁটে গামলা চড়ে থাকে
ছেঁচকি শাকের ঘণ্ট বেটে মাথায় মলম মাখে
শক্ত ইঁটের তপ্ত ঝামা ঘষতে থাকে নাকে
তুচ্ছ ভেবে এ-সব কথা করছে যারা হেলা
কুমড়োপটাশ জানতে পেলে বুঝবে তখন ঠেলা
দেখবে তখন কোন কথাটি কেমন করে ফলে
আমায় তখন দোষ দিও না, আগেই রাখি বলে
Written by: Munna Singh
instagramSharePathic_arrow_out

Loading...