Canciones más populares de Sushil Chatterjee
Créditos
ARTISTAS INTÉRPRETES
Sushil Chatterjee
Intérprete
COMPOSICIÓN Y LETRA
Atulprasad Sen
Letrista
Letra
বাজে বাজে গো বাঁশরি নিকুঞ্জকাননে
অন্তর সম্বরি রাখি কেমনে?
বাজে বাজে গো বাঁশরি নিকুঞ্জকাননে
অন্তর সম্বরি রাখি কেমনে?
বাজে বাজে গো বাঁশরি নিকুঞ্জকাননে
নাচে সে মুরলী শুনি সুরধুনী
নাচে সে মুরলী শুনি সুরধুনী
আকুল পিককুল গাহে সুতানে
বাজে বাজে গো বাঁশরি নিকুঞ্জকাননে
অন্তর সম্বরি রাখি কেমনে?
বাজে বাজে গো বাঁশরি নিকুঞ্জকাননে
বহে মন্দাকিনী প্রাণে বেণুতানে
বহে মন্দাকিনী প্রাণে বেণুতানে
কেন যে টানে গানে, জানে সে জানে
বাজে বাজে গো বাঁশরি নিকুঞ্জকাননে
অন্তর সম্বরি রাখি কেমনে?
বাজে বাজে গো বাঁশরি নিকুঞ্জকাননে
অন্তর সম্বরি রাখি কেমনে?
বাজে বাজে গো বাঁশরি নিকুঞ্জকাননে
Written by: Atulprasad Sen