Video musical

Video musical

Créditos

ARTISTAS INTÉRPRETES
Protic Hasan
Protic Hasan
Intérprete
COMPOSICIÓN Y LETRA
Lutfor Hasan
Lutfor Hasan
Letra
Protic Hasan
Protic Hasan
Autoría

Letra

Yeah, oh
(Huh!)
(হই!)
(Yeah)
তুমি তলে তলে টেম্পু চালাও
আমি করলে হরতাল
আমি করলে হরতাল, ভাইয়া
আমি করলে হরতাল
শুধু ডাইনে-বামে ঘোরাও দেইখা
তিতা হইলো প্রেমের ঝাল
তিতা হইলো প্রেমের ঝাল, ভাইয়া
তিতা হইলো প্রেমের ঝাল
আরে, ফুলকলি, রে, ফুলকলি
Fool বানাইয়া কই গেলি?
উরাধুরা দুঃখের আঁচড়
ঝিকিমিকি জ্বলে, হে
চোখেতে ধুলা দিয়া
বড়োলোক করলা বিয়া
এই জ্বালা তো মিটাবো আমি
DJ গানের bass দিয়া
আর বলবো
"আইজ আমার girlfriend-এর বিয়া" (বিয়া, বিয়া, বিয়া)
(Huh!)
"girlfriend-এর বিয়া" (বিয়া, বিয়া, বিয়া)
"girlfriend-এর বিয়া" (বিয়া, বিয়া, বিয়া)
তুমি তলে তলে ভেসপা চালাও
আমি বসলে চাক্কা টাল
আমি বসলে চাক্কা টাল, ভাইয়া
আমি বসলে চাক্কা টাল
ঐ ভেসপা তোমার ঠেলতে ঠেলতে
খইসা গেছে জুতার ছাল
খইসা গেছে জুতার ছাল, ভাইয়া
খইসা গেছে জুতার ছাল
আরে, ফুলকলি, রে, ফুলকলি
Fool বানাইয়া কই গেলি?
গন্ধ পাইয়া টাকার নেশায়
আমায় থুইয়া দৌড় দিলি
চোখেতে ধুলা দিয়া
বড়োলোক করলা বিয়া
এই জ্বালা তো মিটাবো আমি
DJ গানের bass দিয়া (দিয়া)
আপনারা দমকল বাহিনীরে phone দেন
এখন আগুন লাইগা যাবে
এইডা second drop
এইডা বললে আগুন লাইগা যাবে (আর বলবো)
"আইজ আমার girlfriend-এর বিয়া" (বিয়া, বিয়া, বিয়া)
"girlfriend-এর বিয়া" (বিয়া, বিয়া, বিয়া)
তুমি তলে তলে টেম্পু চালাও
আমি করলে হরতাল
আমি করলে হরতাল, ভাইয়া
আমি করলে হরতাল
তুমি তলে তলে ভেসপা চালাও
আমি বসলে চাক্কা টাল
আমি বসলে চাক্কা টাল, ভাইয়া
আমি বসলে চাক্কা টাল
তুমি তলে তলে টেম্পু চালাও
শুধু ডাইনে-বামে ঘোরাও দেইখা
তুমি তলে তলে ভেসপা চালাও
ওই ভেসপা তোমার ঠেলতে ঠেলতে
"আইজ আমার girlfriend-এর বিয়া" (বিয়া, বিয়া, বিয়া)
Written by: Lutfor Hasan, Protic Hasan
instagramSharePathic_arrow_out

Loading...