Video musical

Video musical

Créditos

ARTISTAS INTÉRPRETES
Manju Gupta
Manju Gupta
Intérprete
COMPOSICIÓN Y LETRA
Dwijendralal Roy
Dwijendralal Roy
Autoría

Letra

ভিতরে হাসিছে মুখরা যামিনী
দীপমালা সুখে গলায় পরিয়া
বাহিরে শিশির অশ্রু-নয়না
বিষাদিনী নিশা কাঁদে গো মরিয়া
ভিতরে হাসিছে মুখরা যামিনী
দীপমালা সুখে গলায় পরিয়া
উপরে অলোকশিখা চারিদিকে
ঠিকরিয়া পড়ে মুকুরে, স্ফটিকে
বাহিরে ফুঁড়িয়া অসীম আঁধার
বন-প্রান্তর ঘন আবরিয়া
ভিতরে হাসিছে মুখরা যামিনী
দীপমালা সুখে গলায় পরিয়া
উছলে কক্ষে সংগীত রব
নৃত্য লহরি রহিয়া রহিয়া
সুদূর মলয়ে নিঠুর শীতের
কঠোর বাতাস যাইছে বহিয়া
তোরণস্তম্ভ-শিরে দোলে যবে
গোলাপ-মালিকা ফুলটা গরবে
বিজন বিপিনে নিভৃতে নীরবে
তিমিরে শেফালি পড়িছে ঝরিয়া
ভিতরে হাসিছে মুখরা যামিনী
দীপমালা সুখে গলায় পরিয়া
বাহিরে শিশির অশ্রু-নয়না
বিষাদিনী নিশা কাঁদে গো মরিয়া
ভিতরে হাসিছে মুখরা যামিনী
দীপমালা সুখে গলায় পরিয়া
Written by: Dwijendralal Roy
instagramSharePathic_arrow_out

Loading...