Créditos
ARTISTAS INTÉRPRETES
Rezwana Choudhury Bannya
Intérprete
COMPOSICIÓN Y LETRA
Rabindranath Tagore
Autoría
Letra
তোমার দেখা পাবো বলে এসেছি যে, সখা
তোমার দেখা পাবো বলে এসেছি যে, সখা
শোনো প্রিয়তম হে, কোথায় আছো লুকায়ে?
তব গোপন বিজন গৃহে লয়ে যাও
তোমার দেখা পাবো বলে এসেছি যে, সখা
তোমার দেখা পাবো
দেহ গো সরায়ে তপন তারকা আবরণ সব দূর করো হে
মোচন করো তিমির, জগত-আড়ালে থেকো না বিরলে
লুকায়ো না আপনার মহিমা মাঝে
তোমার গৃহের দ্বার খুলে দাও
তোমার দেখা পাবো বলে এসেছি যে, সখা
তোমার দেখা পাবো বলে এসেছি যে, সখা
শোনো প্রিয়তম হে, কোথায় আছো লুকায়ে?
তব গোপন বিজন গৃহে লয়ে যাও
তোমার দেখা পাবো বলে এসেছি যে, সখা
তোমার দেখা পাবো
Written by: Rabindranath Tagore

