Créditos
ARTISTAS INTÉRPRETES
Subir Nondi
Intérprete
COMPOSICIÓN Y LETRA
Abdur Rashid Shukulla
Composición
Amitav Das Himun
Autoría
Letra
কিছু কিছু মানুষেরা হারে না
কিছু কিছু মানুষেরা হারে না
অহংকারী বললে বলুক লোকে
অহংকারী বললে বলুক লোকে
করুণার পিছুডাকে ফেরে না, ফেরে না
কিছু কিছু মানুষেরা হারে না
কিছু কিছু মানুষেরা হারে না
ভালোবেসে ভালোবাসা পেলে
মমতার বন্ধনে জড়িয়ে নিলে
ভালোবেসে ভালোবাসা পেলে
মমতার বন্ধনে জড়িয়ে নিলে
শত ঝড়-ঝঞ্ঝায়, প্ৰলোভনে
সে বাঁধন ছেড়ে না, না, না
কিছু কিছু মানুষেরা হারে না
কিছু কিছু মানুষেরা হারে না
অবিশ্বাসের ছায়া কাঁপলে চোখে
সাজানো বাগান পেছনে রেখে
অবিশ্বাসের ছায়া কাঁপলে চোখে
সাজানো বাগান পেছনে রেখে
চলে যায় একা ফেলে
কোনোদিনও দুঃখের ছায়া পড়ে না, না, না
কিছু কিছু মানুষেরা হারে না
কিছু কিছু মানুষেরা হারে না
অহংকারী বললে বলুক লোকে
অহংকারী বললে বলুক লোকে
করুণার পিছুডাকে ফেরে না, ফেরে না
কিছু কিছু মানুষেরা হারে না
কিছু কিছু মানুষেরা হারে না
Written by: Abdur Rashid Shukulla, Amitav Das Himun

