Video musical

Video musical

Créditos

ARTISTAS INTÉRPRETES
Shaheb Chattopadhyay
Shaheb Chattopadhyay
Intérprete
COMPOSICIÓN Y LETRA
Rabindranath Tagore, Upali Chattopadhyay
Rabindranath Tagore, Upali Chattopadhyay
Autoría
Rabindranath Tagore
Rabindranath Tagore
Autoría
PRODUCCIÓN E INGENIERÍA
Asha Audio Company
Asha Audio Company
Producción

Letra

চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো
ও রজনীগন্ধা, তোমার গন্ধসুধা ঢালো
চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো
ও রজনীগন্ধা, তোমার গন্ধসুধা ঢালো
চাঁদের হাসির বাঁধ ভেঙেছে
পাগল হাওয়া বুঝতে না'রে ডাক পড়েছে কোথায় তারে
পাগল হাওয়া বুঝতে না'রে ডাক পড়েছে কোথায় তারে
ফুলের বনে যার পাশে যায় তারেই লাগে ভালো
ও রজনীগন্ধা, তোমার গন্ধসুধা ঢালো
চাঁদের হাসির বাঁধ ভেঙেছে
নীল গগনের ললাটখানি চন্দনে আজ মাখা
বাণীবনের হংসমিথুন মেলেছে আজ পাখা
নীল গগনের ললাটখানি চন্দনে আজ মাখা
বাণীবনের হংসমিথুন মেলেছে আজ পাখা
পারিজাতের কেশর নিয়ে ধরায়, শশী, ছড়াও কী এ?
পারিজাতের কেশর নিয়ে ধরায়, শশী, ছড়াও কী এ?
ইন্দ্রপুরীর কোন রমণী বাসরপ্রদীপ জ্বালো
ও রজনীগন্ধা, তোমার গন্ধসুধা ঢালো
চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো
ও রজনীগন্ধা, তোমার গন্ধসুধা ঢালো
চাঁদের হাসির বাঁধ ভেঙেছে
Written by: Rabindranath Tagore, Rabindranath Tagore, Upali Chattopadhyay
instagramSharePathic_arrow_out

Loading...