Letra

অমর শিল্পী তুমি, কিশোর কুমার তোমাকে জানাই প্রণাম অমর শিল্পী তুমি, কিশোর কুমার তোমাকে জানাই প্রণাম অমর শিল্পী তুমি, কিশোর কুমার তোমাকে জানাই প্রণাম সারাটি পৃথিবী জুড়ে তোমার গানের সুরে ছড়ালে যে ভারত মায়ের নাম তোমাকে জানাই প্রণাম অমর শিল্পী তুমি, কিশোর কুমার তোমাকে জানাই প্রণাম বহু ভালোবাসা দিয়ে শোনালে তুমি গভীর প্রেমের কত গান মিলনের আনন্দ, বিরহের বেদনা মানুষকে করলে যে দান বহু ভালোবাসা দিয়ে শোনালে তুমি গভীর প্রেমের কত গান মিলনের আনন্দ, বিরহের বেদনা মানুষকে করলে যে দান বন্ধুর কত ত্যাগ, শত্রুর ছলনা নিয়ে কত গান গেয়ে গেলে অবিরাম তোমাকে জানাই প্রণাম অমর শিল্পী তুমি, কিশোর কুমার তোমাকে জানাই প্রণাম অনেক কান্না বুকে লুকিয়ে রেখে কত যে গান তুমি শুনিয়ে গেলে বোঝেনি তোমাকে কেউ, বুঝতেও দাওনি কত ঋণে যে জড়িয়ে গেলে অনেক কান্না বুকে লুকিয়ে রেখে কত যে গান তুমি শুনিয়ে গেলে বোঝেনি তোমাকে কেউ, বুঝতেও দাওনি কত ঋণে যে জড়িয়ে গেলে আজকের শিল্পীরা কান্না ছাড়া গো আর কী দিয়ে মেটাবে সেই গানের দাম? তোমাকে জানাই প্রণাম অমর শিল্পী তুমি, কিশোর কুমার তোমাকে জানাই প্রণাম অমর শিল্পী তুমি, কিশোর কুমার তোমাকে জানাই প্রণাম সারাটি পৃথিবী জুড়ে তোমার গানের সুরে ছড়ালে যে ভারত মায়ের নাম তোমাকে জানাই প্রণাম অমর শিল্পী তুমি, কিশোর কুমার তোমাকে জানাই প্রণাম তোমাকে জানাই প্রণাম তোমাকে জানাই প্রণাম তোমাকে জানাই প্রণাম
Writer(s): Chandrakanto, Palak Bandhopadhay Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out