Video musical

Video musical

Créditos

ARTISTAS INTÉRPRETES
Imran
Imran
Intérprete
COMPOSICIÓN Y LETRA
Imran Mahmudul
Imran Mahmudul
Composición
Faisal Rabbikin
Faisal Rabbikin
Autoría

Letra

কি করে তোকে রাখব ধরে
বলনা তুই আমায়
হো কত ভালবাসা কত সুখে ভাসা
কেন সব ই বদলে যায়।।
এক অচেনা ঝড়ে সব ভেঙে পড়ে
বরবাদ হয়ে যায় মন
কেমন করে বলনা থাকবি দূরে
হৃদয়ে তুই সারাক্ষণ
এক অচেনা ঝড়ে সব ভেঙেপড়ে
বরবাদ হয়ে যায় মন
কেমন করে বলনা থাকবি দূরে
হৃদয়ে তুই সারাক্ষণ
কেমন করে বলনা থাকবি দূরে
হৃদয়ে তুই সারাক্ষণ
কত ফেলে আসা স্মৃতি ভর করে
রোজই হৃদয় আঙিনায়
সেই চেনা গন্ধরা স্পর্শ করে
ঘিরে থাকে এখনও আমায়
এক অচেনা ঝড়ে সব ভেঙে পড়ে
বরবাদ হয়ে যায় মন
কেমন করে বলনা থাকবি দূরে
হৃদয়ে তুই সারাক্ষণ
কেমন করে বলনা থাকবি দূরে
হৃদয়ে তুই সারাক্ষণ
আজও আছি শুধু তোরি আশায়
সেই পথে দেখনা দাঁড়িয়ে
কখন তুই দিবি দেখা হায়
নিবি বুকে জড়িয়ে
এক অচেনা ঝড়ে সব ভেঙে পড়ে
বরবাদ হয়ে যায় মন
কেমন করে বলনা থাকবি দূরে
হৃদয়ে তুই সারাক্ষণ
কেমন করে বলনা থাকবি দূরে
হৃদয়ে তুই সারাক্ষণ
Written by: Faisal Rabbikin, Imran Mahmudul
instagramSharePathic_arrow_out

Loading...