Créditos
ARTISTAS INTÉRPRETES
Bappa Mazumder
Intérprete
COMPOSICIÓN Y LETRA
Swany Zubaeer
Autoría
RR
Autoría
Letra
কিছু তো একটা বলো
একটু দীপ জ্বালো
কিছু তো একটা বলো
একটু দীপ জ্বালো
কত দীর্ঘশ্বাস লুকাবো আর
ফিরে এসো হৃদয়ে এবার
কিছু তো একটা বলো
একটু দীপ জ্বালো
এ মনে কত যে জ্বালা
না পারি সইতে
না পাওয়ার অবুঝ বেদনা
পারি না কইতে
এ মনে কত যে জ্বালা
না পারি সইতে
না পাওয়ার অবুঝ বেদনা
পারি না কইতে
ভালোবেসে হয়েছে মরণ
কী করি বলো
এবার একটু দীপ জ্বালো
কিছু তো একটা বলো
একটু দীপ জ্বালো
তোমার চোখে গভীর নীলে
ডুবে যেতে দাও
একবার কোমল পরশে
নদীকে জড়াও
তোমার চোখে গভীর নীলে
ডুবে যেতে দাও
একবার কোমল পরশে
নদীকে জড়াও
তুমি নীল সাগর বলে
করো না হেলা
এবার শেষ হোক খেলা
কিছু তো একটা বলো
একটু দীপ জ্বালো
কিছু তো একটা বলো
একটু দীপ জ্বালো
কত দীর্ঘশ্বাস লুকাবো আর
ফিরে এসো হৃদয়ে এবার
কিছু তো একটা বলো
একটু দীপ জ্বালো
Written by: RR, Swany Zubaeer