Video musical

Créditos

PERFORMING ARTISTS
Mekhla Dasgupta
Mekhla Dasgupta
Lead Vocals
COMPOSITION & LYRICS
Mekhla Dasgupta
Mekhla Dasgupta
Composer
Arindam Satpati
Arindam Satpati
Songwriter
PRODUCTION & ENGINEERING
Mekhla Dasgupta
Mekhla Dasgupta
Producer

Letra

অসময়ি এ বৃষ্টিতে আমি অসময়ি এ বৃষ্টিতে তুমি কিছু না বলা কথা দিলাম ভাসিয়ে ধুয়ে যাক না এ মন অভিমানী মেঘলা আকাশ, হালকা হাওয়া যাই ভিজে আর নিজেকে ফিরে পাওয়া আধখোলা কাঁচ, বৃষ্টি ছোঁয়াচ তোমার নামে মেঘের খামে চিঠি দিলাম আজ আধভেজা প্রহর, আধভেজা শহর আধভেজা তুমিও, আর আধভেজা আমার সফর আধভেজা প্রহর, আধভেজা শহর আধভেজা তুমিও, আর আধভেজা আমার সফর হালকা পায়ে রঙ ধোয়ানোর আবদার মেঘ বলেছে বৃষ্টি আনবে বারবার রাস্তা বেয়ে এক ছাতায় প্রেমের ঢল রঙিন সাজুক আমার শহর অনর্গল মেঘেরা clip খুলেছে, মন জুড়োয় খুশিতে হালকা হাওয়ার symphony-তে কাটছে আজ অবসর আধভেজা প্রহর, আধভেজা শহর আধভেজা তুমিও, আর আধভেজা আমার সফর আধভেজা প্রহর, আধভেজা শহর আধভেজা তুমিও, আর আধভেজা আমার সফর এর ফাঁকেই নাম না জানা ইচ্ছে ফের তোমাকে মন পাঠিয়ে দিচ্ছে বৃষ্টি শেষে তাও যে থাকে অল্প আবছা আলো আর না বলা গল্প তোমাকে মেঘ সাজিয়ে দিচ্ছি, আর নিজেকে ঠিক সেভাবে বৃষ্টি ভেবে নিচ্ছি তারপর আধভেজা প্রহর, আধভেজা শহর আধভেজা তুমিও, আর আধভেজা আমার সফর আধভেজা প্রহর, আধভেজা শহর আধভেজা তুমিও, আর আধভেজা আমার সফর
Writer(s): Arindam Satpati, Mekhla Dasgupta Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out