Créditos

ARTISTAS INTÉRPRETES
Chandrabali Rudra Dutta
Chandrabali Rudra Dutta
Voz principal
COMPOSICIÓN Y LETRA
Rabindranath Tagore
Rabindranath Tagore
Autoría
PRODUCCIÓN E INGENIERÍA
Gopa Roy
Gopa Roy
Producción

Letra

ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদু বায়
ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদু বায়
তটিনী হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায়
তটিনী হিল্লোল তুলে কল্লোলে চলিয়া যায়
ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদু বায়
পিক কিবা কুঞ্জে কুঞ্জে
পিক কিবা কুঞ্জে কুঞ্জে কুহূ কুহূ কুহূ গায়
কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়
কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়
ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদু বায়
ফুলে ফুলে ঢলে ঢলে বহে কিবা মৃদু বায়
Written by: Rabindranath Tagore
instagramSharePathic_arrow_out

Loading...