Créditos

ARTISTAS INTÉRPRETES
High Way
High Way
Intérprete
Amit Hasan Eather
Amit Hasan Eather
Canto
COMPOSICIÓN Y LETRA
Amit Hasan Eather
Amit Hasan Eather
Autoría
Ishmam Majid Intiser
Ishmam Majid Intiser
Autoría

Letra

চাঁদনী রাইতে নদীর ওপারে
আকাশ থেইকা নামলো পরী
আমার চোখে চলে ঘোরগাড়ী
আমি হাবলায় নদীর এপারে
ঘুমের ঘোরে দেখি তারে
ছবির মত ডাকে আমারে
দেখাও কত রঙিল ছবি
ছবির আশায় হারাইলাম সবই
দয়াল বানাও কত মায়ারও ছবি
ছবির নেশায় ছাড়লাম সবই
আসার কালে ছিলাম ঘুমে
কিবা আলো আঁধার
ঘুম ভাঙাইলা অসময়ে দয়াল
কইরা ছবির শিকার
বুঝলাম দয়াল তোমার রীতি
ছবিরও খেলায়
বুইঝাও আবার যাই হারাইয়া
রঙিন ছবির মেলায়
ঘুম ভাঙিয়া আবার ঘুমাই
দেখা যায় ছবি
নেশা কি লাগাইলা ছবিতে দয়াল
কি মায়ার ছবি
দেখাও কত রঙিল ছবি
ছবির আশায় হারাইলাম সবই
দয়াল বানাও কত মায়ারও ছবি
ছবির নেশায় ছাড়লাম সবই
আমি হাবলায় নদীর এপারে
ঘুমের ঘোরে দেখি তারে
ছবির মত ডাকে আমারে
Written by: Amit Hasan Eather, Ishmam Majid Intiser
instagramSharePathic_arrow_out

Loading...