Créditos

ARTISTAS INTÉRPRETES
Rajashree Bhattacharya
Rajashree Bhattacharya
Intérprete
COMPOSICIÓN Y LETRA
Rajashree Bhattacharya
Rajashree Bhattacharya
Composición
Rabindranath Tagore
Rabindranath Tagore
Composición

Letra

প্রথম যুগের উদয়দিগঙ্গনে
প্রথম দিনের উষা নেমে এল যবে
প্রকাশপিয়াসি ধরিত্রী বনে বনে
শুধায়ে ফিরিল, সুর খুঁজে পাবে কবে
প্রথম যুগের উদয়দিগঙ্গনে
এসো এসো সেই নব সৃষ্টির কবি
নবজাগরণ-যুগপ্রভাতের রবি
এসো এসো সেই নব সৃষ্টির কবি
নবজাগরণ-যুগপ্রভাতের রবি
গান এনেছিলে নব ছন্দের তালে
তরুণী উষার শিশিরস্নানের কালে
আলো-আঁধারের আনন্দবিপ্লবে
প্রথম যুগের উদয়দিগঙ্গনে
সে গান আজিও নানা রাগরাগিণীতে
শুনাও তাহারে আগমনীসংগীতে
যে জাগায় চোখে নূতন দেখার দেখা
যে জাগায় চোখে নূতন দেখার দেখা
যে এসে দাঁড়ায় ব্যাকুলিত ধরণীতে
বননীলিমার পেলব সীমানাটিতে
যে এসে দাঁড়ায় ব্যাকুলিত ধরণীতে
বননীলিমার পেলব সীমানাটিতে
বহু জনতার মাঝে অপূর্ব একা
যে জাগায় চোখে নূতন দেখার দেখা
অবাক আলোর লিপি যে বহিয়া আনে
নিভৃত প্রহরে কবির চকিত প্রাণে
অবাক আলোর লিপি যে বহিয়া আনে
নিভৃত প্রহরে কবির চকিত প্রাণে
নব পরিচয়ে বিরহব্যথা যে হানে
নব পরিচয়ে বিরহব্যথা যে হানে
বিহ্বল প্রাতে সংগীতসৌরভে
দূর-আকাশের অরুণিম উৎসবে
প্রথম যুগের উদয়দিগঙ্গনে
Written by: Rabindranath Tagore, Rajashree Bhattacharya
instagramSharePathic_arrow_out

Loading...