Créditos
ARTISTAS INTÉRPRETES
Rupankar
Intérprete
COMPOSICIÓN Y LETRA
Amit Banerjee
Composición
Saikat Kundu
Letra
PRODUCCIÓN E INGENIERÍA
Suvojit Roy
Producción
Letra
না, আমি আর কিছু চাই না
এটুকু আমায় পেতে দাও
না, আমি আর কিছু চাই না
এটুকু আমায় পেতে দাও
যত দূরে চোখ যায় ভেসে
শুধু তাকে ভালোবেসে
না, আমি আর কিছু চাই না
এটুকু আমায় হতে দাও
নাও গান, নাও, তুমি নাও
নাও সুর, শেষ কথাটাও
আংটির বিষে রাখা মন
নেই হার, নেই কোনো জয়
এখানেই থেমেছে সময়
আগুনেই মেশে জীবন
যদি পুড়ে যায়, যাক শেষে
শুধু তাকে ভালোবেসে
না, আমি আর কিছু চাই না
এটুকু আমায় হতে দাও
একবার ছুঁয়ে দেখো চোখ
জল নেই, নেই কোনো শোক
অপলক চেয়ে আছে তাও
আঙুলের কথাগুলো স্থির
সাথ নিয়ে ঝরেছে শিশির
অভিলাষ লেখেনি কোথাও
তবু হাওয়া যদি যায় হেসে
যায় যেন ভালোবেসে
না, আমি আর কিছু চাই না
এটুকু আমায় পেতে দাও
না, আমি আর কিছু চাই না
এটুকু আমায় হতে দাও
Written by: Amit Banerjee, Saikat Kundu

