Créditos
ARTISTAS INTÉRPRETES
Indranil Sen
Intérprete
Rabindranath Tagore
Intérprete
COMPOSICIÓN Y LETRA
Rabindranath Tagore
Autoría
Letra
এ শুধু অলস মায়া, এ শুধু মেঘের খেলা
এ শুধু অলস মায়া
এ শুধু মনের সাধ বাতাসেতে বিসর্জন
এ শুধু আপনমনে মালা গেঁথে ছিঁড়ে ফেলা
নিমেষের হাসিকান্না গান গেয়ে সমাপন
শ্যামল পল্লবপাতে রবিকরে সারা বেলা
আপনারই ছায়া লয়ে খেলা করে ফুলগুলি
এও সেই ছায়াখেলা বসন্তের সমীরণে
কুহকের দেশে যেন সাধ করে পথ ভুলি
হেথা হোথা ঘুরি ফিরি সারা দিন আনমনে
কারে যেন দেব বলে কোথা যেন ফুল তুলি
সন্ধ্যায় মলিন ফুল উড়ে যায় বনে বনে
এ খেলা খেলিবে, হায়, খেলার সাথি কে আছে
ভুলে ভুলে গান গাই, কে শোনে, কে নাই শোনে
যদি কিছু মনে পড়ে, যদি কেহ আসে কাছে
এ শুধু অলস মায়া, এ শুধু মেঘের খেলা
এ শুধু...
Written by: Rabindranath Tagore