Créditos

PERFORMING ARTISTS
Jeet Gannguli
Jeet Gannguli
Performer
COMPOSITION & LYRICS
Jeet Gannguli
Jeet Gannguli
Composer
Gautam Sushmit
Gautam Sushmit
Lyrics
PRODUCTION & ENGINEERING
SVF
SVF
Producer

Letra

স্বপ্ন নীল, স্বপ্ন নীল প্রেম দু'হাত বাড়ায় স্বপ্ন নীল, স্বপ্ন নীল প্রেম ডাকে আমায় রাতে ঘুম ঘুম ঘুম আসে না চোখে ঘুম ঘুম ঘুম নামে না কেনো ঘুম ঘুম ঘুম আসে না জানি না রাতে ঘুম ঘুম ঘুম আসে না চোখে ঘুম ঘুম ঘুম নামে না কেনো ঘুম ঘুম ঘুম আসে না জানি না ভাবিনি এই ভাবে একদিন তোমাকে সঙ্গিনী করবো যে, কোন দিন তোমাকে লাগে আজ ভালো যে কেউ কাছে এলো যে অচেনা, অজানা, কেউ হলো আপনজনা রাতে ঘুম ঘুম ঘুম আসে না চোখে ঘুম ঘুম ঘুম নামে না কেনো ঘুম ঘুম ঘুম আসে না জানি না রাতে ঘুম ঘুম ঘুম আসে না চোখে ঘুম ঘুম ঘুম নামে না কেনো ঘুম ঘুম ঘুম আসে না জানি না স্বপ্ন নীল, স্বপ্ন নীল প্রেম দু'হাত বাড়ায় স্বপ্ন নীল, স্বপ্ন নীল প্রেম ডাকে আমায় স্বপ্নকে দু'চোখে প্রতিদিন সাজিয়ে তোমাকে রাখবো যে চিরদিন লুকিয়ে ঘুম নেই তবু যে স্বপ্নকে মন খোঁজে বলে প্রেম দাও পাখি আকাশে মেলে ডানা রাতে ঘুম ঘুম ঘুম আসে না চোখে ঘুম ঘুম ঘুম নামে না কেনো ঘুম ঘুম ঘুম আসে না জানি না রাতে ঘুম ঘুম ঘুম আসে না চোখে ঘুম ঘুম ঘুম নামে না কেনো ঘুম ঘুম ঘুম আসে না জানি না স্বপ্ন নীল, স্বপ্ন নীল প্রেম দু'হাত বাড়ায় স্বপ্ন নীল, স্বপ্ন নীল প্রেম ডাকে আমায় রাতে ঘুম ঘুম ঘুম আসে না চোখে ঘুম ঘুম ঘুম নামে না কেনো ঘুম ঘুম ঘুম আসে না জানি না রাতে ঘুম ঘুম ঘুম আসে না চোখে ঘুম ঘুম ঘুম নামে না কেনো ঘুম ঘুম ঘুম আসে না জানি না রাতে ঘুম ঘুম ঘুম আসে না চোখে ঘুম ঘুম ঘুম নামে না কেনো ঘুম ঘুম ঘুম আসে না জানি না
Writer(s): Gautam Sushmit, Jeet Gannguli Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out