Video musical

দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে। Dance Video ।Dance of Happiness । #dance #dancevideo
Mira el video musical de {trackName} de {artistName}

Créditos

PERFORMING ARTISTS
Shreya Ghoshal
Shreya Ghoshal
Performer
Numon Pint
Numon Pint
Performer
Sweta
Sweta
Performer
COMPOSITION & LYRICS
Jeet Gannguli
Jeet Gannguli
Songwriter
Priyo Chattopadhyay, Chandrani Ganguli
Priyo Chattopadhyay, Chandrani Ganguli
Lyrics
PRODUCTION & ENGINEERING
SVF
SVF
Producer

Letra

দূরে ঐ পাহাড় মিশেছে নীল আকাশে দেখে মন আকাশ ছুঁতে চায় ও আহারে অচেনা কত না পাখি ওড়ে বাতাসে দেখে মন ভেসে যেতে চায় ও আহারে দূরে ঐ পাহাড় মিশেছে নীল আকাশে দেখে মনে আকাশ ছুঁতে চায় ও আহারে অচেনা কত না পাখি ওড়ে বাতাসে দেখে মন ভেসে যেতে চায় ও আহারে গুঞ্জন গান শুনে ফুলের আদলে স্বপ্ন কানে কানে কত কি বলে আজ আমায় দূরে ঐ পাহাড় মিশেছে নীল আকাশে দেখে মন আকাশ ছুঁতে চায় ও আহারে Look around love is everywhere this heart of mine Life is knocking at your door just present in time Look around love is everywhere this heart of mine Life is knocking at your door just present in time ওরে মন মাঝি রে কূল ছাইড়া যা ওরে মন মাঝি রে তুই গান গাইয়া যা আজ খুশির জোয়ারে তরি বাইয়া যা, বাইয়া যা সবুজ গাঁয়ের পথটি বাঁকা লাগছে নদীর মতো প্রজাপতির রঙিন পাখা আঁকছে ছবি কত সবুজ গাঁয়ের পথটি বাঁকা লাগছে নদীর মতো প্রজাপতির রঙিন পাখা আঁকছে ছবি কত ধিন তা ধিতাক বলে বাজে রে মাদল অঙ্গ উঠে দুলে করে যে পাগল আজ আমায় দূরে ঐ পাহাড় মিশেছে নীল আকাশে দেখে মন আকাশ ছুঁতে চাই ও আহারে Look around love is everywhere this heart of mine Life is knocking at your door just present in time Look around love is everywhere this heart of mine Life is knocking at your door just present in time অবুঝ মনের ইচ্ছেগুলো ঝরনা হয়ে ঝরে হাজার খুশির মাঝেও তবু প্রাণ যে কেমন করে অবুঝ মনের ইচ্ছেগুলো ঝরনা হয়ে ঝরে হাজার খুশির মাঝেও তবু প্রাণ যে কেমন করে যায় না জানি ভোলা ঘরের ঠিকানা চেনা পথের শেষে ডাকছে অজানা আজ আমায় Look around love is everywhere this heart of mine Life is knocking at your door just present in time Look around love is everywhere this heart of mine Life is knocking at your door just present in time দূরে ঐ পাহাড় মিশেছে নীল আকাশে দেখে মন আকাশ ছুঁতে চায় ও আহারে
Writer(s): Priyo Chattopadhyay, Chandrani Ganguly, Jeet Gannguli Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out