Créditos

ARTISTAS INTÉRPRETES
Palash Sen
Palash Sen
Intérprete
COMPOSICIÓN Y LETRA
Jeet Gannguli
Jeet Gannguli
Composición
Srijato Bandyopadhyay
Srijato Bandyopadhyay
Letra
PRODUCCIÓN E INGENIERÍA
SVF
SVF
Producción

Letra

বুকে ঝড় তুলকালামি
সঙ্গী আমি পেলেই কই
রুমালে নকশা হাজার
প্রেমিক সাজার এলেম কি
ঘুমে কার মুখ দেখো তাই
স্বপ্ন কিনে আনো না
ঘুমে কার মুখ দেখো তাই
স্বপ্ন কিনে আনো না
তোমার ঘরে বসত করে
 কয়জনা মন জানোনা
তোমার ঘরে বসত করে কয়জনা
তোমার ঘরে বসত করে
 কয়জনা মন জানোনা
তোমার ঘরে বসত করে কয়জনা
চেয়েছো আড় চোখে রোজ
বা পকেট সামলে ফেরো
দে পাড়ার ব্যালকনিতে শ্রাবণী
দেখে আর রকমসকম
মিঠে ভুল নোনতা যখন
তুমি তাও অন্য কিছু ভাবোনি
কেন পাও শাস্তি মিছে
নিয়মকানুন মানো না
কেন পাও শাস্তি মিছে
 নিয়ম-কানুন মানো না
তোমার ঘরে বসত করে
 কয়জনা মন জানোনা
তোমার ঘরে বসত করে কয়জনা
তোমার ঘরে বসত করে
 কয়জনা মন জানোনা
তোমার ঘরে বসত করে কয়জনা
হৃদয়ের অল্প খ্যাতি
নিরিহ চিকেন পাটি
আদরের দাগ থেকে যায় পালকে
একা মন সন্ধ্যাবেলা
অকারণ কান্না খেলা
কুয়াশা জাপটে ধরে আলোকে
দুচোখের জানলা খোলা পর্দা কেন টানানো
দু চোখের দরজা খোলা পর্দা কেন টানানো
তোমার ঘরে বসত করে
 কয়জনা মন জানোনা
তোমার ঘরে বসত করে কয়জনা
তোমার ঘরে বসত করে
 কয়জনা মন জানোনা
তোমার ঘরে বসত করে কয়জনা
Srijato Bandyopadhyay
Written by: Jeet Gannguli, Srijato Bandyopadhyay
instagramSharePathic_arrow_out

Loading...