Créditos

ARTISTAS INTÉRPRETES
Arijit Singh
Arijit Singh
Intérprete
COMPOSICIÓN Y LETRA
Jeet Gannguli
Jeet Gannguli
Composición
Priyo Chattopadhyay
Priyo Chattopadhyay
Letra
PRODUCCIÓN E INGENIERÍA
SVF
SVF
Producción

Letra

মন বোঝে না, বোঝে না, বোঝে না
মন বোঝে না, বোঝে না
পড়ছে কেন বিনা মেঘেই বাজ
পদ্য লেখা আমার তো নয় কাজ
চাইছি দিনে অল্প দেখা তোর
পাল্টে দিতে আমার গল্পের মোড়
কিছুতেই উপায় মেলে না
ও মন বোঝে না, বোঝে না, বোঝে না
মন বোঝে না, বোঝে না
মন বোঝে না, বোঝে না, বোঝে না
মন বোঝে না, বোঝে না
ইচ্ছে করে একটা ঘরে থাকবো দু'জনায়
গড়বো ভিটে খুশির ইটে, সঙ্গী হবি আয়
কলের পাড়ে জলের ধারা, ঘরের 'পরে তুই
চারটে হাতে খেলনা পাতে একজোড়া চড়ুই
সে ভাবনারা চোখ খোলে না
ও মন বোঝে না, বোঝে না, বোঝে না
মন বোঝে না, বোঝে না
মন বোঝে না, বোঝে না, বোঝে না
মন বোঝে না, বোঝে না
রোজ বিকেলে আতর ঢেলে তোকে সাজাবোই
মেলায় যাবো রিক্সা চড়ে, বসবি পাশে তুই
বন্দি আছে হাজার আশা বুকের মাঝে দেখ
একটু চিনে নিলেই হবো দু'জন মিলে এক
তবু স্বপ্নেরা মুখ তোলে না
ও মন বোঝে না, বোঝে না, বোঝে না
মন বোঝে না, বোঝে না
পড়ছে কেন বিনা মেঘেই বাজ
পদ্য লেখা আমার তো নয় কাজ
চাইছি দিনে অল্প দেখা তোর
পাল্টে দিতে আমার গল্পের মোড়
কিছুতেই উপায় মেলে না
ও মন বোঝে না, বোঝে না, বোঝে না
মন বোঝে না, বোঝে না
মন বোঝে না, বোঝে না, বোঝে না
মন বোঝে না, বোঝে না
Written by: Jeet Gannguli, Priyo Chattopadhyay
instagramSharePathic_arrow_out

Loading...