Créditos

ARTISTAS INTÉRPRETES
Shironamhin
Shironamhin
Intérprete
COMPOSICIÓN Y LETRA
Ziaur Rahman
Ziaur Rahman
Composición
PRODUCCIÓN E INGENIERÍA
Brandmyth
Brandmyth
Producción

Letra

যখন গ্রীক মিথোলোজির ডানায়
পাখি হয়ে যায় সুবর্ণ সুবাস
প্রেয়সী, সাইক্লোন তুলে পারফিউম ছড়িয়ে
তাজা নিঃশ্বাস
প্যারেডগ্রাউন্ড জুড়ে নিরবতা, অলস ম্যাগপাই
শীতল ম্যাগনোলিয়া ঝরে অযথাই
এই ঝাঁঝালো সুবাসে.. বিপন্ন বাতাসে.. শূন্য চোখে
জ্বলন্ত বাগান জুড়ে
বিষন্ন গোলাপ ওড়ে
সৌরভে অভিসারে, পোড়ে, ওড়ে
পুড়ে যাওয়া হৃদয়ে পারফিউম।
থিয়েটারে অন্ধকারে
কারফিউ ডাকে প্রিন্টেড ব্যনার
হেরে যাওয়া নিয়ন আলোয়
চেনা মুখ কখনো আভাতার
তবু, তোমার ঠিকানা, আজও অজানা
শীতল সুবাসে ম্যাগনোলিয়া।।
Written by: Mashuq Haque & Shironamhin, Ziaur Rahman
instagramSharePathic_arrow_out

Loading...