Créditos
ARTISTAS INTÉRPRETES
Shunno
Banda
Imrul Karim
Intérprete
Andrew Michael Gomes
Intérprete
Rafatul Bari Labib
Intérprete
Ishmamul Farhad
Intérprete
COMPOSICIÓN Y LETRA
Tanvir Chowdhury
Letra
Imrul Karim
Composición
Andrew Michael Gomes
Composición
Rafatul Bari Labib
Composición
Ishmamul Farhad
Composición
PRODUCCIÓN E INGENIERÍA
Shaker Raza
Producción
Letra
হয়তো তোমার হাসি খুবই ভালো লাগে
নয়তো তোমার নীরবতা বড়ো কানে লাগে
হয়তো এ মন মনে মনে তোমায় ডাকে
নয়তো না পেয়ে তোমায় হারাবার ভয় থাকে
হয়তো, নয়তো, হবে বেশি অল্পে
কাছে আসার এই গল্পে
তুমি দূরে থাকো বা বুকেরই বাঁ পাশে
তুমি মনে রাখো না রাখো আমাকে
ঠিক আছে
ঠিক আছে
তুমি দূরে থাকো বা বুকেরই বাঁ পাশে
তুমি মনে রাখো না রাখো আমাকে
ঠিক আছে
ঠিক আছে
হয়তো চোখে চোখে কত কথা বলি
নয়তো তোমার বলা বলা কথা শেষ করি
আমাদের এ টান নেই কোনো অভিধানে
হয়তো বুঝি তোমায়, নয়তো খুঁজি অনুমানে
হয়তো, নয়তো, হবে বেশি অল্পে
কাছে আসার এই গল্পে
তুমি দূরে থাকো বা বুকেরই বাঁ পাশে
তুমি মনে রাখো না রাখো আমাকে
ঠিক আছে
ঠিক আছে
তুমি দূরে থাকো বা বুকেরই বাঁ পাশে
তুমি মনে রাখো না রাখো আমাকে
ঠিক আছে
ঠিক আছে
Written by: Andrew Michael Gomes, Imrul Karim, Ishmamul Farhad, Rafatul Bari Labib, Tanvir Chowdhury

