Créditos
ARTISTAS INTÉRPRETES
Silajit
Intérprete
COMPOSICIÓN Y LETRA
Sridip Bagchi
Composición
Ranit Ghosh
Letra
Letra
নিকোটিনে চুম্বনের দাগ প্রথম সে দিনে
যেদিন তোমার ঠোঁট ব্যস্ত ভালোবাসতে অন্যের ঠোঁটে
অগোছালো চুল, অশেষ প্রেম, cycle-এ খতম
ছ'ফুটেই না হয় ভবিষ্যৎ হোক, অপেক্ষায় পরের জনম
নিকোটিনে চুম্বনের দাগ প্রথম সে দিনে
ধোঁয়ার আয়ু শেষ হলে সম্পর্ক বলে, "এখানেই ইতি"
মিনিট বাদে ভালোবাসতে বললে বুকে টেনে আদর করি
ধোঁয়ার আয়ু শেষ হলে সম্পর্ক বলে, "এখানেই ইতি"
মিনিট বাদে ভালোবাসতে বললে বুকে টেনে আদর করি
এ শঙ্কায় প্রেমের নামে ধোঁয়ার টানে সারাদিন
আলতো ঠোঁটে যায়গা তোমার পুরোনো অসুখ ভোলাতে
নিকোটিনে, নিকোটিনে চুম্বনের দাগ প্রথম সে দিনে
কত অতীত মনের কোণে
সাক্ষী তুমি সবারই কাছে
দুঃখ আমার, অভিমানও বটে
সাথে তোমার ভিজতে বাধে
কত অতীত মনের কোণে
সাক্ষী তুমি সবারই কাছে
দুঃখ আমার, অভিমানও বটে
সাথে তোমার ভিজতে বাধে
আছ তুমি শিরায়-শিরায় প্রাক্তনকে ভোলাতে
বাঁচো জুড়ে জীবাশ্ম শরীরে আমার আমিকে হারাতে
নিকোটিনে চুম্বনের দাগ প্রথম সে দিনে
যেদিন তোমার ঠোঁট ব্যস্ত ভালোবাসতে অন্যের ঠোঁটে
অগোছালো চুল, অশেষ প্রেম, cycle-এ খতম
ছ'ফুটেই নাহয় ভবিষ্যৎ হোক, অপেক্ষায় পরের জনম
নিকোটিনে চুম্বনের দাগ প্রথম সে দিনে
Written by: Ranit Ghosh, Sridip Bagchi