Créditos
ARTISTAS INTÉRPRETES
Chamok Hasan
Voz principal
COMPOSICIÓN Y LETRA
Chamok Hasan
Autoría
Letra
স্বপ্ন বোনার সময় এখন
ইচ্ছের লাল-নীল সুতোর টানে
স্বপ্ন বোনার সময় এখন
ইচ্ছের লাল-নীল সুতোর টানে
কল্পনার সুঁইয়ে সুতো পরালি
একটা নীল-কমলা ভাবনা খেলে যায়
গল্পটায় ডুবে থাকি সারাদিন
নিপুন হাতে কত ছবি এঁকে যাই
বেয়াড়া সুতো, আঙুলে গুঁতো
বেয়াড়া সুতো, আঙুলে গুঁতো
তবুও ছুতো খুঁজি কেন কে জানে
স্বপ্ন বোনার সময় এখন
ইচ্ছের লাল-নীল সুতোর টানে
রঙিন আশার রকমারি কাপড়ে
ঢেকে যায় বিষন্ন কালো মন
বাহারি নকশা কেটে আনমনে গড়ি
কত ধরণ কত গড়নের স্বপন
এরই মাঝে যদি একটা-দুটো সত্যি হয়ে যায়
ভালোলাগার আবেশে ভেসে দেখি অপলক মুগ্ধতায়
বেয়াড়া সুতো, আঙুলে গুঁতো
বেয়াড়া সুতো, আঙুলে গুঁতো
তবুও ছুতো খুঁজি কেন কে জানে
স্বপ্ন বোনার সময় এখন
ইচ্ছের লাল-নীল সুতোর টানে
স্বপ্ন বোনার সময় এখন
ইচ্ছের লাল-নীল সুতোর টানে
Written by: Chamok Hasan

