Créditos

ARTISTAS INTÉRPRETES
1230 Klassick
Intérprete
THE BEASTBUZZ
THE BEASTBUZZ
Intérprete
CHEF-IQ
CHEF-IQ
Intérprete
COMPOSICIÓN Y LETRA
Mofassal-Al-Hossain Bihan
Mofassal-Al-Hossain Bihan
Autoría
Syed Shafiqul Islam
Syed Shafiqul Islam
Autoría
PRODUCCIÓN E INGENIERÍA
THE BEASTBUZZ
THE BEASTBUZZ
Ingeniería de grabación

Letra

এনে license লাগে না মামা চাক্কু মারবার
এলাকাতে গাড়ি ঢুকলে হইবো চাক্কা puncture
Bag ভর্তি মালপাত্তি, machine টাকা ছাপার
এইডা ঢাকার কারবার, এইডা ঢাকার কারবার
এনে license লাগে না মামা চাক্কু মারবার
এলাকাতে গাড়ি ঢুকলে হইবো চাক্কা puncture
Bag ভর্তি মালপাত্তি, machine টাকা ছাপার
এইডা ঢাকার কারবার, এইডা ঢাকার কারবার
কথা-বার্তি হইবো bag tight পাত্তির
Product quality dirty, ব্যাটা time নাই ভাঙতির
সাবধানে cut piece
Wrong road এর মোড়ে খাড়া বাড়িত যাইবো four piece
জায়গায় জায়গায় মাইরপিট
লাগাম ছাড়া খারার উপ্রে কারা?
ধারা লাগায় পাক-পক্ষী ভাগাল পট্টি
রাজধানীর কোনায় কোনায় কামার ভর্তি
ধইরা ফালায় চর্বি, বাকি কাবাব সবডি, ঘারা হারাম পণ্ডিত
ট্যাকা-পয়সা ল বেটা, scene পাত্তির খেলা এইডা তিন পাত্তি
লেখাপড়া বিন বাত্তি, নকলডিরে দে লাত্থি
কেডা ভাই, কেডা মারে ঘাই কান্ধে
এডি নকল যেমন আলো চাঁন্দের
এই নগরে সব ধান্দা বাড়ে দিনে-রাইতে
রাজনীতির গীতা পাঠ, মাল ছাপা বিন খাপ
সিনা চওরা কথা-বার্তি, বিনা ছাদে বাড়ে মাথায় বিশাল চাপ
হাতে বন্দুক trigger চাপ, শিকার target হিসাব মাপ
এনে license লাগে না মামা চাক্কু মারবার
এলাকাতে গাড়ি ঢুকলে হইবো চাক্কা puncture
Bag ভর্তি মালপাত্তি, machine টাকা ছাপার
এইডা ঢাকার কারবার, এইডা ঢাকার কারবার
এনে license লাগে না মামা চাক্কু মারবার
এলাকাতে গাড়ি ঢুকলে হইবো চাক্কা puncture
Bag ভর্তি মালপাত্তি, machine টাকা ছাপার
এইডা ঢাকার কারবার, এইডা ঢাকার কারবার
জন্ম বরিশাল, তুলি ছাল ডান্ডায় ঠেকায় তেল সরিষার
ঢাকার কারবার বাইরাইয়া ছুটায় মরিচা
ভাইস্যা আহি নাই, ভুঁড়ি ফাসায় বুড়িগঙ্গায় দিমু বলিদান
দাঁড়া রানী stake-এ আগে Boric আন
যত বড় ভাই পাশে bypass-এ, খাইসে শনির টান গলায়
ধারা ভাসাই ধারায় আর সত্যি কইলে দরগড়ায় লয়া যাইবো লক্ষ্মী তর
ধইরা কইবো থাকবো না তোর ধর গলায় তর জবান লরক্ষরায়
এইদিকে জীবন ঘুরে চাক্কায়
কারো দৌঁড়ায়, কারো চাপ খায়
কারো খুলে তিন পাত্তি
কেউ লাল-নীল বাত্তির চাপ খায়
লালায় লাল হয় দৈনিক সুলুম, বুঝে উনুন জ্বালায়
ঠোলায় per গাড়িতে ১০০ কইতে গেলে শূন্য বাড়ায়
মোড়ে মোড়ে shooter তাক করা
"মামা ১০০% খাঁটি মাল" খুইল্যা দেহি ঘাস ভরা
সত্যি কইলে বাঁশ ডলা
নেড়া কিন্না লইসে বেলতলা
"বোঝো নাই ব্যাপারটা?"
আরেকটারে ঢুকায় bail কইরা
এনে license লাগে না মামা চাক্কু মারবার
এলাকাতে গাড়ি ঢুকলে হইবো চাক্কা puncture
Bag ভর্তি মালপাত্তি, machine টাকা ছাপার
এইডা ঢাকার কারবার, এইডা ঢাকার কারবার
এনে license লাগে না মামা চাক্কু মারবার
এলাকাতে গাড়ি ঢুকলে হইবো চাক্কা puncture
Bag ভর্তি মালপাত্তি, machine টাকা ছাপার
এইডা ঢাকার কারবার, এইডা ঢাকার কারবার
Written by: Mofassal-Al-Hossain Bihan, Syed Shafiqul Islam
instagramSharePathic_arrow_out

Loading...