Video musical
Video musical
Créditos
ARTISTAS INTÉRPRETES
Arnob
Intérprete
COMPOSICIÓN Y LETRA
Arnob
Composición
PRODUCCIÓN E INGENIERÍA
Arnob
Producción
Letra
তুই কি জানিস, খুব দিয়েছি ডুব
আবার একটা শান্ত গহীন জলে?
তুই কি জানিস, ঢের ভিজিয়ে গা
সাবধানতা বিকিয়েছি কৌশলে?
তুই কি বুঝিস, রোদের ঝিকিমিকি
গহিন জলের বুকের ওপর খেলে?
তুই কি বুঝিস, ডুব-সাঁতারে একা
ভুলেরা সব খুশির ডানা মেলে?
তুই কি বুঝিস, রোদের ঝিকিমিকি
গহিন জলের বুকের ওপর খেলে?
তুই কি বুঝিস, ডুব-সাঁতারে একা
ভুলেরা সব খুশির ডানা মেলে?
তুই কি আজও রাত্রি জেগে পরম
খাতায় আমার উপায় করিস চরম?
তুই কি আজও সাত সকালে ঘুম?
স্বপ্ন দেখি মুহূর্ত নিঝুম
তুই কি জানিস, রোজ দুপুরে আমি
আর খুঁজি না জীয়ন কাঠির রেশ?
মাঝ-সাঁতারে আচম্বিতে থামি
ডুব-সাঁতারে শান্তি আছে বেশ
তুই কি জানিস, রোজ দুপুরে আমি
আর খুঁজি না জীয়ন কাঠির রেশ?
মাঝ-সাঁতারে আচম্বিতে থামি
ডুব-সাঁতারে শান্তি আছে বেশ
তুই কি জানিস, রোজ দুপুরে আমি
আর খুঁজি না জীয়ন কাঠির রেশ?
মাঝ-সাঁতারে আচম্বিতে থামি
ডুব-সাঁতারে শান্তি আছে বেশ
তুই কি বুঝিস, রোদের ঝিকিমিকি
গহিন জলের বুকের উপর খেলে?
তুই কি বুঝিস, ডুব-সাঁতারে একা
ভুলেরা সব খুশির ডানা মেলে?
তুই কি জানিস, খুব দিয়েছি ডুব
আবার একটা শান্ত গহীন জলে?
তুই কি জানিস, ঢের ভিজিয়ে গা
বিষন্নতা ভাসিয়েছি কৌশলে?
বিষন্নতা ভাসিয়েছি কৌশলে?
বিষন্নতা ভাসিয়েছি কৌশলে?
Written by: Shayan Chowdhury Arnob


