Créditos
ARTISTAS INTÉRPRETES
Ghaashphoring Choir
Intérprete
COMPOSICIÓN Y LETRA
Ghaashphoring Choir
Autoría
Fakir Lalon Shah
Composición
Armeen Musa
Arreglista
PRODUCCIÓN E INGENIERÍA
Faizan R Ahmad Buno
Ingeniería de mezcla
Letra
এই দেশে যা পাপ গণ্য
অন্য দেশে পুণ্য তাই
পাপ পুণ্যের কথা আমি কারে বা শুধাই।।
তিব্বত নিয়ম অনুসারে
এক নারী বহু পতি ধরে।
এই দেশে তা হলে পরে
ব্যাভিচারী দণ্ড হয়।।
শূকর গরু দুইটি পশু
খাইতে বলেছেন যিশু।
শুনে কেন মুসলমান হিন্দু
পিছেতে হটায়।।
দেশ সমস্যা অনুসারে
ভিন্ন বিধান হতে পারে
সূক্ষ্মজ্ঞানে বিচার করলে
পাপ পুণ্যের আর নাই বালাই।।
পাপ করলে ভবে আসি
পুণ্য হলে স্বর্গ-বাসী
লালন বলে নামে উর্বশী
নিত্য নিত্য প্রমাণ পাই।।
Written by: Fakir Lalon Shah, Ghaashphoring Choir

