Video musical
Video musical
Créditos
ARTISTAS INTÉRPRETES
Chandrabindoo
Intérprete
COMPOSICIÓN Y LETRA
Chandril
Letra
Letra
তোমাকে দেখাবো Niagara
তোমাকে শেখাবো Viagra
তোমাকে করবো আদর-আত্তি जत्नम्
ওগো त्वमसि मम जीवनम्
त्वमसि मम भूषणम्
त्वमसि मम भवजलधिरत्नम्
(त्वमसि मम जीवनम्)
(त्वमसि मम भूषणम्)
(त्वमसी मम भवजलधिरत्नम्)
তোমাকে শোনাবো জয় গোঁসাই
তোমার বাবাকে মেসোমশাই
পুচ্ছে বেঁধেছি গুচ্ছ রজনীগন্ধা
আজি এ পরানে রবির কর
কেমনে জাগালো dinosaur
(আজি এ পরানে রবির কর)
(কেমনে জাগালো dinosaur)
(হাউমাউ বেগে দেখি पिया मुख चंदा)
দারুণ কাটলে ছোট্ট চুল
বোতাম আঁটতে করছো ভুল
সরু সংসারে কেমনে ফুটিলে उदारम्
स्मर गरल खण्डनम्
मम शिरसि मण्डनम्
(स्मर गरल खण्डनम्)
(मम शिरसि मण्डनम्)
देहि पद पल्लवम् उदारम्
(देवी, देहि पद पल्लवम् उदारम्)
তোমার জন্যে চিন্তা হয়
তুমি তো Preity Zinta নয়
টুপুর টাপুর Kareena Kapoor চেষ্টা
তবু তুমি আমার CPM, তুমি আমার ATM
(তুমি আমার CPM, তুমি আমার ATM)
তুমিই আমার series প্রেমের শেষটা
খাচ্ছি, কিন্তু গিলছি কই
পাখার রাজ্যে চুল শুকোই
টাকের মধ্যে পেরজাপতি ফড়-ফড়িং
সোনা বড্ড বেশি ঝলমলাও
Lift-এ ওঠো একতলায়
(বড্ড বেশি ঝলমলাও
Lift-এ ওঠো একতলায়)
Beetles ছাড়া অন্য পোকা খুব boring
তুমি শ্যামলা বঙ্গদেশ, তুমি ইঙ্গো SMS
তুমি অং-বং ভবজলধি নুলিয়া আ...
বঁধু চোক্ষে এসো, অন্ধ হোক
কক্ষে এসো নিন্দে হোক
(চোক্ষে এসো অন্ধ হোক)
(কক্ষে এসো নিন্দে হোক)
বক্ষে এসো গীতগোবিন্দ ভুলিয়া
(বক্ষে এসো গীতগোবিন্দ ভুলিয়া)
(বক্ষে এসো গীতগোবিন্দ ভুলিয়া)
Written by: Chandril