Video musical

Créditos

PERFORMING ARTISTS
Porshi
Porshi
Performer
COMPOSITION & LYRICS
Mahmud Sunny
Mahmud Sunny
Composer
Robiul Islam Jibon
Robiul Islam Jibon
Songwriter

Letra

চুপি চুপি হাসো... আমাকে দেখে বলোনা কিছুই... মুখেএএ চোখে চোখ রেখে যাও যে শুধুই স্বপ্নে স্বপ্ন একেএএ... রেখোনা পুষিয়ে ইচ্ছে বুকে বড় ভালোবাসি তোমাকে রেখোনা পুষিয়ে ইচ্ছে বুকে বড় ভালোবাসি তোমাকে আকাশে চাঁদ ছড়ায় যখন মুঠো মুঠো জোছনা. থাকলে আরালে হ্রদয় পোড়ে সে কি তুমি বোঝনা মিছে ভেবোনা, হাটি চলোনা কোন অচেনা বাঁকে রেখোনা পুষিয়ে ইচ্ছে বুকে বড় ভালোবাসি তোমাকে রেখোনা পুষিয়ে ইচ্ছে বুকে বড় ভালোবাসি তোমাকে নদীর তীরে ঢেউ ওঠে যখন ভেঙে জলের মোনতা সাগর তখন থাকে উদাসীন খুজে সুখের বার্তা মিছে ভেবোনা, হাটি চলোনা কোন অচেনা বাঁকে রেখোনা পুষিয়ে ইচ্ছে বুকে বড় ভালোবাসি তোমাকে রেখোনা পুষিয়ে ইচ্ছে বুকে বড় ভালোবাসি তোমাকে চুপি চুপি হাসো... আমাকে দেখে বলোনা কিছুই... মুখেএএ চোখে চোখ রেখে যাও যে শুধুই স্বপ্নে স্বপ্ন একেএএ... রেখোনা পুষিয়ে ইচ্ছে বুকে বড় ভালোবাসি তোমাকে রেখোনা পুষিয়ে ইচ্ছে বুকে বড় ভালোবাসি তোমাকে...
Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out