Clip vidéo

Crédits

INTERPRÉTATION
Sasha Ghoshal
Sasha Ghoshal
Interprète
COMPOSITION ET PAROLES
Rabindranath Tagore
Rabindranath Tagore
Paroles

Paroles

দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে আমার সুরগুলি পায় চরণ, আমি পাই নে তোমারে দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে বাতাস বহে মরি মরি, আর বেঁধে রেখো না তরী বাতাস বহে মরি মরি, আর বেঁধে রেখো না তরী এসো এসো পার হয়ে মোর হৃদয়মাঝারে দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে বেদনাতে বাঁশি বাজায় সকল বেলা যে কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি আনন্দময় নীরব রাতের নিবিড় আঁধারে দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে আমার সুরগুলি পায় চরণ, আমি পাই নে তোমারে দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে
Writer(s): Rabindranath Tagore Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out