Clip vidéo

Paroles

তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো ভোরের রঙ রাতের মিশকালো কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি আবছা নীল তোমার লাগে ভালো তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো ভোরের রঙ রাতের মিশকালো কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি আবছা নীল তোমার লাগে ভালো ভাবনা আমার শিমূল ডালে লালচে আগুন জ্বালে মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে এক মুঠো রোদ আকাশ ভরা তারা ভিজে মাটিতে জলের নকশা করা মনকে শুধু পাগল করে ফেলে তোমায় ঘিরে এত গুলো রাত অধীর হয়ে জেগে থাকা তোমায় ঘিরে আমার ভালো লাগা আকাশ ভরা তারার আলোয় তোমায় দেখে দেখে ভালোবাসার পাখি মেলে মন ভোলানো পাখা তোমায় ঘিরে এত গুলো রাত অধীর হয়ে জেগে থাকা তোমায় ঘিরে আমার ভালো লাগা আকাশ ভরা তারার আলোয় তোমায় দেখে দেখে ভালোবাসার পাখি মেলে মন ভোলানো পাখা ভাবনা আমার শিমূল ডালে লালচে আগুন জ্বালে মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে এক মুঠো রোদ আকাশ ভরা তারা ভিজে মাটিতে জলের নকশা করা মনকে শুধু পাগল করে ফেলে ভাবনা আমার শিমূল ডালে লালচে আগুন জ্বালে মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে এক মুঠো রোদ আকাশ ভরা তারা ভিজে মাটিতে জলের নকশা করা মনকে শুধু পাগল করে ফেলে
Writer(s): Sahana Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out