Clip vidéo
Clip vidéo
Crédits
INTERPRÉTATION
Bappa Mazumder
Interprète
COMPOSITION ET PAROLES
Basu
Composition
Shaon
Paroles/Composition
Paroles
কলম, রং-তুলি, জল, কাগজ, canvas
কলম, রং-তুলি, জল, কাগজ, canvas
কলম, রং-তুলি, জল, কাগজ, canvas
কলম, রং-তুলি, জল, কাগজ, canvas
এই নিয়ে আঁকি তোমার প্রিয় মুখ
মেশাই তাতে কিছুটা স্বপ্ন আর ভালোবাসার নির্যাস
মেশাই তাতে কিছুটা স্বপ্ন আর ভালোবাসার নির্যাস
এই নিয়ে আঁকি তোমার প্রিয় মুখ
মেশাই তাতে কিছুটা স্বপ্ন আর ভালোবাসার নির্যাস
মেশাই তাতে কিছুটা স্বপ্ন আর ভালোবাসার নির্যাস
সুন্দর সকাল, অলস দুপুর
অথবা বিষণ্ন বিকাল, অথবা বিষণ্ন বিকাল
আলো-ছায়া ঘেরা সন্ধ্যা
অথবা জোছনা মাতাল, অথবা জোছনা মাতাল
সারাক্ষণ খুঁজি সবকিছুতে তোমার উচ্ছ্বাস
সারাক্ষণ খুঁজি সবকিছুতে তোমার উচ্ছ্বাস
মেশাই তাতে কিছুটা স্বপ্ন আর ভালোবাসার নির্যাস
মেশাই তাতে কিছুটা স্বপ্ন আর ভালোবাসার নির্যাস
ফুল, পাখি, মেঘ, নীল আকাশ
অথবা সবুজ পাহাড়, অথবা সবুজ পাহাড়
নদী, ঢেউ, সাগর, সৈকত
অথবা ঝাউবন পাড়, অথবা ঝাউবন পাড়
সারাক্ষণ খুঁজি সবকিছুতে তোমার নিবাস
সারাক্ষণ খুঁজি সবকিছুতে তোমার নিবাস
মেশাই তাতে কিছুটা স্বপ্ন আর ভালোবাসার নির্যাস
মেশাই তাতে কিছুটা স্বপ্ন আর ভালোবাসার নির্যাস
কলম, রং-তুলি, জল, কাগজ, canvas
কলম, রং-তুলি, জল, কাগজ, canvas
কলম, রং-তুলি, জল, কাগজ, canvas
কলম, রং-তুলি, জল, কাগজ, canvas
এই নিয়ে আঁকি তোমার প্রিয় মুখ
মেশাই তাতে কিছুটা স্বপ্ন আর ভালোবাসার নির্যাস
মেশাই তাতে কিছুটা স্বপ্ন আর ভালোবাসার নির্যাস
মেশাই তাতে কিছুটা স্বপ্ন আর ভালোবাসার নির্যাস
মেশাই তাতে কিছুটা স্বপ্ন আর ভালোবাসার নির্যাস
মেশাই তাতে কিছুটা স্বপ্ন আর ভালোবাসার নির্যাস
মেশাই তাতে কিছুটা স্বপ্ন আর ভালোবাসার নির্যাস
Written by: Basu, Shaon


