album cover
Maya
45 642
Asia
Maya est sorti le 1 janvier 2004 par Ektaar Music dans le cadre de l'album Maya
album cover
AlbumMaya
Date de sortie1 janvier 2004
LabelEktaar Music
Qualité mélodique
Acoustique
Valence
Dansabilité
Énergie
BPM181

Clip vidéo

Clip vidéo

Crédits

INTERPRÉTATION
Helal
Helal
Interprète
COMPOSITION ET PAROLES
Habib
Habib
Composition
Shah Abdul Karim
Shah Abdul Karim
Paroles/Composition

Paroles

মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে
দেওয়ানা বানাইছে
কি যাদু করিয়া বন্ধে, মায়া লাগাইছে
মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে
দেওয়ানা বানাইছে
কি যাদু করিয়া বন্ধে, মায়া লাগাইছে
কি যাদু করিয়া বন্ধে, মায়া লাগাইছে
বসে ভাবি নিরালায়
আগেতো জানিনা বন্ধের পিরিতের জ্বালায়
বসে ভাবি নিরালায়
আগেতো জানিনা বন্ধের পিরিতের জ্বালায়
যেমন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে
যেমন ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে
দেওয়ানা বানাইছে
কি যাদু করিয়া বন্ধে, মায়া লাগাইছে
আমি কি বলিব আর
বিচ্ছেদের আগুনে পুড়ে কলিজা আঙ্গার
আমি কি বলিব আর
বিচ্ছেদের আগুনে পুড়ে কলিজা আঙ্গার
হায় গো, প্রাণ বন্ধের পিরিতে আমায় পাগল করেছে
হায় গো, প্রাণ বন্ধের পিরিতে আমায় পাগল করেছে
দেওয়ানা বানাইছে
কি যাদু করিয়া বন্ধে, মায়া লাগাইছে
বাউল আব্দুল করিম গায়
ভুলিতে পারি না আমার মনে যারে চায়
বাউল আব্দুল করিম গায়
ভুলিতে পারি না আমার মনে যারে চায়
হায় গো, কুলনাশা পিরিতের নেশায় কুলমান গেছে
হায় গো, কুলনাশা পিরিতের নেশায় কুলমান গেছে
দেওয়ানা বানাইছে
কি যাদু করিয়া বন্ধে, মায়া লাগাইছে
মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে
দেওয়ানা বানাইছে
কি যাদু করিয়া বন্ধে, মায়া লাগাইছে
কি যাদু করিয়া বন্ধে, মায়া লাগাইছে
কি যাদু করিয়া বন্ধে, মায়া লাগাইছে...
Written by: Habib, Shah Abdul Karim
instagramSharePathic_arrow_out􀆄 copy􀐅􀋲

Loading...