Clip vidéo

Tumi Jake Valobaso | Lyrics | Lyrical Video| Anupom Roy | Praktan Movie Song
Regardez Tumi Jake Valobaso | Lyrics | Lyrical Video| Anupom Roy | Praktan Movie Song sur YouTube

Apparaît dans

Paroles

যাক ছিঁড়ে, যাক ছিঁড়ে যাক মিথ্যার জাল
দুঃখের প্রসাদে এল আজি মুক্তির কাল
যাক ছিঁড়ে, যাক ছিঁড়ে যাক মিথ্যার জাল
এই ভালো ওগো এই ভালো বিচ্ছেদবহ্নিশিখা জ্বালো
এই ভালো ওগো এই ভালো বিচ্ছেদবহ্নিশিখা জ্বালো
নিষ্ঠুর সত্য করুক বরদান
ঘুচে যাক ছলনার অন্তরাল
যাক ছিঁড়ে, যাক ছিঁড়ে যাক মিথ্যার জাল
যাও প্রিয়, যাও তুমি যাও জয়রথে
বাধা দিব না পথে
যাও প্রিয়, যাও তুমি যাও জয়রথে
বাধা দিব না পথে
বিদায় নেবার আগে মন তব স্বপ্ন হতে যেন জাগে
বিদায় নেবার আগে মন তব স্বপ্ন হতে যেন জাগে
নির্মল হোক হোক সব জঞ্জাল
যাক ছিঁড়ে, যাক ছিঁড়ে যাক মিথ্যার জাল
যাক ছিঁড়ে, যাক ছিঁড়ে যাক মিথ্যার জাল
দুঃখের প্রসাদে এল আজি মুক্তির কাল
যাক ছিঁড়ে, যাক ছিঁড়ে যাক মিথ্যার জাল
instagramSharePathic_arrow_out