Paroles
দূরে কোথায় দূরে দূরে
আমার মন বেড়ায় গো ঘুরে ঘুরে?
দূরে কোথায় দূরে দূরে
যে বাঁশিতে বাতাস কাঁদে
সেই বাঁশিটির সুরে সুরে
দূরে কোথায় দূরে দূরে
যে পথ সকল দেশ পারায়ে
উদাস হয়ে যায় হারায়ে
যে পথ সকল দেশ পারায়ে
উদাস হয়ে যায় হারায়ে
সে পথ বেয়ে কাঙাল পরান
যেতে চায় কোন অচিনপুরে
দূরে কোথায় দূরে দূরে
আমার মন বেড়ায় গো ঘুরে ঘুরে?
দূরে কোথায় দূরে দূরে
Written by: Rabindranath Tagore, Srabani Sen


