Crédits

INTERPRÉTATION
Samina Chowdhury
Samina Chowdhury
Interprète
COMPOSITION ET PAROLES
Nokib Khan
Nokib Khan
Composition
Zulfiquer Russell
Zulfiquer Russell
Paroles/Composition

Paroles

পাহাড় সমান জেদও আমি সামলে রাখি
কী হলে কী হতে পারে ভাবতে থাকি
ও, পাহাড় সমান জেদও আমি সামলে রাখি
কী হলে কী হতে পারে ভাবতে থাকি
চাই না তুমি ভুল বোঝো আজ কোনোভাবে
একটা কিছু হলে তুমি জেনে যাবে, জেনে যাবে
পাহাড় সমান জেদও আমি সামলে রাখি
কী হলে কী হতে পারে ভাবতে থাকি
চাই না তুমি ভুল বোঝো আজ কোনোভাবে
একটা কিছু হলে তুমি জেনে যাবে, জেনে যাবে
তোমার কাছে সামান্যটাও বড়
ভুল বোঝো তাই আমি কেমন জানার পরও
ও, তোমার কাছে সামান্যটাও বড়
ভুল বোঝো তাই আমি কেমন জানার পরও
চাই না তোমায় আজ হারাই আমি কোনোভাবে
একটা কিছু হলে তুমি জেনে যাবে, হায়, জেনে যাবে
অনেক কিছুই কষ্ট হলেও চেপে রাখি
নিজেকে দেই, তোমায় তো আর দেই না ফাঁকি
ও, অনেক কিছুই কষ্ট হলেও চেপে রাখি
নিজেকে দেই, তোমায় তো আর দেই না ফাঁকি
তবু যেন ভুল না বোঝো আজ কোনোভাবে
একটা কিছু হলে তুমি জেনে যাবে, জেনে যাবে
পাহাড় সমান জেদও আমি সামলে রাখি
কী হলে কী হতে পারে ভাবতে থাকি
চাই না তুমি ভুল বোঝো আজ কোনোভাবে
একটা কিছু হলে তুমি জেনে যাবে, জেনে যাবে
জেনে যাবে
Written by: Nokib Khan, Zulfiquer Russell
instagramSharePathic_arrow_out

Loading...