Clip vidéo
Clip vidéo
Crédits
INTERPRÉTATION
Kabir Suman
Interprète
COMPOSITION ET PAROLES
Kabir Suman
Paroles/Composition
Paroles
গালিবের কবিতার কলি অস্ফুটে যতবার বলি
আবলুশি ভাবনার ফাঁকে ততবার খুঁজেছি তোমাকে
গালিবের কবিতার কলি অস্ফুটে যতবার বলি
আবলুশি ভাবনার ফাঁকে ততবার খুঁজেছি তোমাকে
মারোয়ায় ধ্রুব ধৈবত, ঝুমরায় ঢিমে সঙ্গত
কোমল ঋষভ আশাবরি, খুঁজেছি বিলাসখানি তরী
ভাটিয়ারে কোমল রেখাব, ভাবনায় স্মৃতির প্রলাপ
আমির খানের বোনা মেঘে কাটিয়েছি রাত-ভোর জেগে
সময়েই যে যাবার যায়, মেনে নিতে শিখেছি বিদায়
মনে রেখে দিলাম এখানে, তুমি ছিলে কবিতায়-গানে
গালিবের কবিতার কলি অস্ফুটে যতবার বলি
আবলুশি ভাবনার ফাঁকে ততবার খুঁজেছি তোমাকে
Written by: Kabir Suman


