Clip vidéo

Hridoy Khan feat Sami - Ami Nei (Official Lyrical Video)
Regarder le vidéoclip de {trackName} par {artistName}

Crédits

INTERPRÉTATION
Hridoy Khan
Hridoy Khan
Voix principales
Sami
Sami
Voix principales
COMPOSITION ET PAROLES
Hridoy Khan
Hridoy Khan
Paroles/Composition
Goonjohn Rahman
Goonjohn Rahman
Paroles/Composition

Paroles

চলে যাও সুসময় অবেলায় পিছু ডেকো না আবার ভুলে যত অবহেলার তোমায় হো... চলে যাবো কেন ভাবো আমি তোমার আসবো না বাসবো না ভাল তো আর চলে যাবো শুধু ভাবো আমি নেই বাসবো না ভালো তো আর কোনদিনই এ অভিমান তো নয়, নয় বিষাদ, এ নয় অভিযোগ এ আমার, মন ভাঙা, অনুরাগের অনুযোগ চলে যাও সুসময় অবেলায় পিছু ডেকোনা আবার ভুলে যত অবহেলার তোমায় হো... চলে যাবো কেন ভাবো আমি তোমার আসবো না বাসবো না ভাল তো আর চলে যাবো শুধু ভাবো আমি নেই বাসবো না ভালো তো আর কোনদিনই বিষাদ এই হাসিতে, বাসি ফুল, সাজায়ে রেখে কতো আর, এ ভাবে, অযথা যাবে দেখে চলে যাও সুসময় অবেলায় পিছু ডেকোনা আবার ভুলে যত অবহেলা তোমার হো... চলে যাবো কেন ভাবো আমি তোমার আসবো না বাসবো না ভাল তো আর চলে যাবো শুধু ভাবো আমি নেই বাসবো না ভালো তো আর কোনদিন চলে যাবো কেন ভাবো আমি তোমার আসবো না বাসবো না ভাল তো আর চলে যাবো শুধু ভাবো আমি নেই বাসবো না ভালো তো আর কোনদিনই
Writer(s): Hridoy Khan, Goonjohn Rahman Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out