Crédits
INTERPRÉTATION
Hridoy Khan
Voix principales
Oishy
Voix principales
COMPOSITION ET PAROLES
Hridoy Khan
Paroles/Composition
Goonjohn Rahman
Paroles/Composition
Paroles
দখিনা হাওয়া চঞ্চল
আমায় বল কে হায়
নিয়ে যায় এ মন আমার
কী করে পাই যে তায়
দখিনা হাওয়া চঞ্চল
আমায় বল কে হায়
নিয়ে যায় এ মন আমার
কী করে পাই যে তায়
আমি ছিলাম একা আমার মতন
নিজের খেয়ালে মগন
তার পাগল করা সেই হাসিতে
হারালো এই মন
আমি ছিলাম একা আমার মতন
নিজের খেয়ালে মগন
তার পাগল করা সেই হাসিতে
হারালো এই মন
দখিনা হাওয়া চঞ্চল
আমায় বল কে হায়
নিয়ে যায় এ মন আমার
কী করে পাই যে তায়
ও সে কাছে এসে ভালোবেসে
হারিয়ে যায় বারেবার
তারে ভালবেসে যে পড়েছে
হার মানা হার
ও সে কাছে এসে ভালোবেসে
হারিয়ে যায় বারেবার
তারে ভালবেসে যে পড়েছে
হার মানা হার
দখিনা হাওয়া চঞ্চল
আমায় বল কে হায়
নিয়ে যায় এ মন আমার
কী করে পাই যে তায়
দখিনা হাওয়া চঞ্চল
আমায় বল কে হায়
নিয়ে যায় এ মন আমার
কী করে পাই যে তায়
(দখিনা হাওয়া চঞ্চল)
(আমায় বল কে হায়)
(নিয়ে যায় এ মন আমার)
(কী করে পাই যে তায়)
(দখিনা হাওয়া চঞ্চল)
(আমায় বল কে হায়)
(নিয়ে যায় এ মন আমার)
(কী করে পাই যে তায়)
Written by: Goonjohn Rahman, Hridoy Khan

