Clip vidéo

Clip vidéo

Crédits

Paroles

এই দেখ পেনসিল নোটবুক এ হাতে
এই দেখ ভরা সব কিলবিল লেখাতে
ভালো কথা শুনি যেই চটপট লিখি তায়
ফড়িঙের ক'টা ঠ্যাং, আরশুলা কি কি খায়
আঙুলেতে আঠা দিলে কেন লাগে চটচট
কাতুকুতু দিলে গরু কেন করে ছটফট
দেখে-শিখে, পড়ে-শুনে বসে মাথা ঘামিয়ে
নিজে নিজে আগাগোড়া লিখে গেছি আমি এ
কান করে কটকট, ফোড়া করে টনটন
ওরে রামা ছুটে আয়, নিয়ে আয় লন্ঠন
কাল থেকে মনে মোর লেগে আছে খটকা
ঝোলাগুড় কিসে দেয়? সাবান না পটকা?
এই বেলা প্রশ্নটা লিখে রাখি গুছিয়ে
জবাবটা জেনে নেব মেজদাকে খুঁচিয়ে
পেট কেন কামড়ায় বল দেখি পার কে?
বল দেখি ঝাঁজ কেন জোয়ানের আরকে?
তেজপাতে তেজ কেন? ঝাল কেন লঙ্কায়?
নাক কেন ডাকে আর পিলে কেন চমকায়?
কার নাম দুন্দুভি? কাকে বলে অরণি?
বলবে কি? তোমরা তো নোটবই পড়নি!
Written by: Prodip Ghosh
instagramSharePathic_arrow_out

Loading...