Clip vidéo

Feludar Gaan with lyrics | Anjan Dutta and Kabir Suman | Nagar Baul
Regarder le vidéoclip de {trackName} par {artistName}

Apparaît dans

Crédits

INTERPRÉTATION
Anjan Dutt
Anjan Dutt
Interprète
Kabir Suman
Kabir Suman
Interprète
COMPOSITION ET PAROLES
Kabir Suman
Kabir Suman
Paroles/Composition

Paroles

বুদ্ধি আমার শানিয়ে নেয়া, কিছুই দৃষ্টি এড়ায় না এদিক ওদিক বেড়ায় তবু, ভুলের পাড়া বেড়ায় না বুদ্ধি আমার শানিয়ে নেয়া দার্জিলিঙে, রাজস্থানএ গণ্ডগোলের গ্যাংটকে খুন খারাবি, মূর্তি চুরি, লোভীর লালা লকলকে গল্পে আমি দিব্যি ছিলাম, গ্রীষ্ম বর্ষা শরৎ শীত আমার গল্প সঙ্গে নিয়ে চলে গেলেন সত্যজিৎ তপেশ আমার সঙ্গী ছিল, সঙ্গী ছিলেন লালমোহন বয়েস একটু বাড়তি হলেও কম ছিলনা টাটকা মন তপেশ আমার সঙ্গী ছিল উটের পিঠে সাওয়ার হয়ে নাস্তানাবুদ হলেন খুব লালমোহনের কলম খানা অনেক লিখেও এখন চুপ গল্পে তিনি ভালই ছিলেন গ্রীষ্ম বর্ষা শরৎ শীত জটায়ুকে সঙ্গে নিয়ে চলে গেলেন সত্যজিৎ অনেক দেখা অনেক জানা অনেক কিছু করার পর স্মৃতির মধ্যে থমকে থাকা আমার পক্ষে কষ্টকর লালমোহন আর তপসে টারও একই দশা দেখতে পাই ইচ্ছে করে সবাই মিলে নতুন কিছু করতে যাই তখন আবার গল্প হবে রহস্যতে ভর করে ছুটবে আবার কল্পনাটা সত্যজিতের পথ ধরে
Writer(s): Suman Chattopadhyay Lyrics powered by www.musixmatch.com
instagramSharePathic_arrow_out