Clip vidéo
Clip vidéo
Crédits
INTERPRÉTATION
Imon Chakraborty
Voix principales
COMPOSITION ET PAROLES
Rabindra Nath Thakur
Paroles/Composition
PRODUCTION ET INGÉNIERIE
Cozmik Harmony
Production
Paroles
মরণ রে, তুঁহু মম শ্যামসমান
মরণ রে, তুঁহু মম শ্যামসমান
মেঘবরণ তুঝ, মেঘজটাজূট
রক্তকমলকর, রক্ত-অধরপুট
মেঘবরণ তুঝ, মেঘজটাজূট
রক্তকমলকর, রক্ত-অধরপুট
তাপবিমোচন করুণ কোর তব
মৃত্যু-অমৃত করে দান
তুঁহু মম শ্যামসমান
আকুল রাধা-রিঝ অতি জরজর
ঝরই নয়নদউ অনুখন ঝরঝর
তুঁহু মম মাধব, তুঁহু মম দোসর
তুঁহু মম তাপ ঘুচাও
মরণ, তু আও রে আও
ভুজপাশে তব লহ সম্বোধয়ি
আঁখিপাত মঝু দেহ তু রোধয়ি
ভুজপাশে তব লহ সম্বোধয়ি
আঁখিপাত মঝু দেহ তু রোধয়ি
কোর-উপর তুঝ রোদয়ি রোদয়ি
নীদ ভরব সব দেহ
তুঁহু নহি বিসরবি, তুঁহু নহি ছোড়বি
রাধাহৃদয় তু কবহুঁ ন তোড়বি
হিয়-হিয় রাখবি অনুদিন অনুখন
অতুলন তোঁহার লেহ
গগন সঘন অব, তিমিরমগন ভব
তড়িতচকিত অতি, ঘোর মেঘরব
গগন সঘন অব, তিমিরমগন ভব
তড়িতচকিত অতি, ঘোর মেঘরব
শালতালতরু সভয়-তবধ সব
পন্থ বিজন অতি ঘোর
একলি যাওব তুঝ অভিসারে
তুঁহু মম প্রিয়তম, কি ফল বিচারে
ভয়বাধা সব অভয় মুরতি ধরি
পন্থ দেখায়ব মোর
ভানু ভণে, "অয়ি রাধা, ছিয়ে ছিয়ে
চঞ্চল চিত্ত তোহারি"
ভানু ভণে, "অয়ি রাধা, ছিয়ে ছিয়ে
চঞ্চল চিত্ত তোহারি
জীবনবল্লভ মরণ-অধিক সো
অব তুঁহু দেখ বিচারি"
মরণ রে, তুঁহু মম শ্যামসমান
Written by: Rabindra Nath Thakur


